বাংলাদেশে মার্স ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশেপ্রথম কোনো মার্স (MERS- মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম) ভাইরাসে আক্রান্তরোগীর সন্ধান পাওয়া গেছে। গতকালরোববার স্বাস্থ্য অধিদপ্তরের ইনস্টিটিউট অবএপিডেমলজি ডিজিজ কন্ট্রোর অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) এ প্রথম মার্সআক্রান্ত একজন রোগী সনাক্ত করেন। ওই রোগী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিননাগরিক। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।স্বাস্থ্যঅধিদপ্তর জানায়, মার্স ভাইরাস বহনকারী ব্যক্তি ৫৩ বছর বয়সী বাংলাদেশিবংশোদ্ভুত এক মার্কিন নাগরিক। তিনি বর্তমানে বাংলাদেশের একটি হাসপাতালেচিকিৎসাধীন রয়েছেন।সূত্র জানায়, গত ৯ জুন বাংলাদেশে আসার পথে দুবাইতেওই ব্যক্তি প্রায় ৬ ঘণ্টা যাত্রাবিরতি করেন। এরপর দেশে এসে তিনি অসুস্থ হয়েপড়লে হাসপাতালে ভর্তি হন। তার রোগ নির্ণয়ে জটিলতা ও পরিস্কার কোনো ধারণাঅবগত না হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের দ্বারস্থ হন হাসপাতাল কর্তৃপক্ষ।স্বাস্থ্যঅধিদপ্তর ওই ব্যক্তির শরীরের নানা বিষয়ের স্যাম্পল সংগ্রহ করে। এর পর বেশকিছু পরিক্ষা-নীরিক্ষার পর নিশ্চিত হয় তিনি মার্স আক্রান্ত রোগী।আর এরমাধ্যমে তাকে বাংলাদেশে প্রথম আক্রান্ত মার্স রোগী বলে ঘোষণা করেআইইডিসিআর। আইইডিসিআর-এর পরিচালক ড. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিতকরেছেন।