বাংলাদেশের শ্রমিকের রক্তভেজা পোশাক কিনবে না যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের শ্রমিকের রক্তভেজা কোনো পোশাক যুক্তরাষ্ট্র কিনবে না। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একজন প্রভাবশালী নেতার এমন মন্তব্যই তুলে ধরেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল সোমবার দুপুরে মজিনা এসব কথা বলেন। মতিঝিলে ডিসিসিআইয়ের কার্যালয়ে ডিসিসিআই হেল্প ডেস্কের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মজিনা বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের সাম্প্রতিক দুটি বড় বিপর্যয়ের ঘটনা (তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধস) ঘটেছে লোভ, দুর্নীতি ও অজ্ঞতার কারণে। তার মতে, এ তিন কারণেই এক হাজার ২৪৩ জন নিরীহ শ্রমিকের প্রাণ গেছে। এ শ্রমিকেরা কোনো ভুল করেননি, তাদের কোনো অপরাধও ছিলো না। মজিনা বলেন, অনেকেই বলেন, এমন বিপর্যয় এর আগেও বাংলাদেশে হয়েছিলো। কিন্তু সেসব ঘটনায় দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি।