বাঁশ বাগানে গিয়ে হরিশপুরের বিল্টু গ্যাড়াকলে : ২০ হাজার টাকায় গোপনে রফা ?

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের হরিশপুর গ্রামের বিল্টু দিনে দুপুরে বাঁশ বাগানের মধ্যে মধু খেতে গিয়ে গ্যাড়াকলে পড়েছে। ঘটনা ধামাচাঁপা দিতে বিভিন্ন মহলে দৌড়-ঝাপ করে ২০ হাজার টাকায় গোপনে রফা করেছে বলে এলাকায় জোর গুঞ্জণ শোনা যাচ্ছে।

এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বেগমপুর হরিশপুর গ্রামের নুর বক্সের ছেলে দু সন্তানের জনক বিল্টু কাঁঠাল দেয়ার নাম করে দর্শনা কেটালীপাড়ার জনৈক এক মহিলার ডেকে নেয় বাড়ির পাশ্ববর্তী বাঁশ বাগানের মধ্যে। এ সময় বেরশিক জনগণ তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। বিষয়টি জানাজানি হলে বিল্টু ঘটনা ধামাচাঁপা দিতে বিভিন্ন মহলে দৌড়-ঝাঁপ শুর করে দেয়। অবশেষে গোপনে গ্রামের জনৈক নবী ও ওসমান ২০ হাজার টাকায় রফা করেছে বলে জোরগুঞ্জণ শোনা যাচ্ছে। এদিকে একাধিক নারী কেলেঙ্কারী হোতা বিল্টুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে গ্রামবাসী। এ বিষয়ে বিল্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরে কথা বলছি।