বাঁশঝাড়ে বন্দী ১৬ বছর!

 

মাথাভাঙ্গা মনিটর: এই যুগেও এমনটা ঘটে! যেন এক মধ্যযুগীয় বর্বরতার কাহিনি। এক তরুণীকেপাগল আখ্যা দিয়ে একটানা ১৬ বছর বেঁধে রাখা হয়েছিলো বাড়ির কাছের বাঁশঝাড়ে।সেখানেই তার খাওয়া-ঘুম সব।এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহজেলার পশ্চিমপাড়া গ্রামে। খবরটি কোলকাতার সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পরগতকাল শুক্রবার সেখানে ছুটে যান প্রশাসনের কর্মকর্তারা। গতকাল শনিবার ওইনারীকে উদ্ধার করে ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিকবিভাগে।ঘটনার শিকার নারীর নাম তৃপ্তি পাল। এখন বয়স ৩১ বছর। বাবাগদাধর পাল মৃশিল্পের কাজ করেন। তৃপ্তি পাল সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনাকরেন। ১৫ বছর বয়সে অসুস্থ হয়ে পড়লে অর্থের অভাবে তার আর সুচিকিত্সা হয়নি।এরপর একসময় তৃপ্তি পাগলের মতো এখানে-সেখানে ঘুরতে থাকেন।গ্রামের সালিসে ঠিক হয়, তৃপ্তিকে বেঁধে রাখা হবে। তারপরই তার ঠাঁইহয় বাড়ির কাছের বাঁশঝাড়ে। সেখানে বাঁধা হতো গ্রামের গরু, মহিষ ইত্যাদি।বাড়ি থেকে তৃপ্তির জন্য প্রতিদিন দু বেলা খাবার পাঠানো হতো। এভাবেইবাঁশঝাড়ে বন্দী অবস্থায় এক-দু বছর করে টানা ১৬ বছর কাটিয়েছেন তৃপ্তি।