বলিভিয়ায় বৃষ্টি ও বন্যায় ৩৮ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: বলিভিয়ায় মুষলধারে বৃষ্টি ও বন্যায় অন্ততপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ দুর্যোগে গৃহহীন হয়ে পড়েছে অনেক মানুষ। গত বৃহস্পতিবার দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে দেশটির উত্তরের কাউন্টি আনদেয়ানে আরো বেশি ভারী বর্ষণের কথা বলা হয়েছে। বৃষ্টি ও বন্যায় ওই এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে অ্যামাজোনিয়ান এলাকার মতো অধিক ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য সাহায্য পাঠানো হয়েছে। সেনাবাহিনী সেখানে বসবাস করা মানুষদের উদ্ধার করেছে। বন্যায় প্রায় এক লাখ গবাদিপশুর জীবন হুমকির মুখে পড়েছে। এছাড়া ছয় হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে, যা বলিভিয়ার মোট উৎপাদিত ফসলের ০.২ শতাংশ। ২০১৩ সালের অক্টোবর থেকে ভারী মৌসুমী বৃষ্টিপাতের ফলে প্রায় ৪০ হাজার পরিবার ভোগান্তিতে রয়েছে। গত বছর পাঁচবারের বেশি এ ধরনের ভারী বর্ষণ হয়েছে। এতে দেশটির মধ্য ও উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।