বলাৎকারের শিকার শিশুর পিতা আইনি সহায়তা চেয়ে চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনে আবেদন

 

স্টাফ রিপোর্টার: বলাৎকারের শিকার শিশুর পিতা আইনি সহায়তা চেয়ে চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনে আবেদন করেছেন। গতকাল সোমবার মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড মানি খন্দকার আবেদন পেয়ে শিশুটির পাশে দাঁয়ে আইনি সহযোগিতার আশ্বাস দেন।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা নতুনপাড়ার আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৩) গত ২২ সেপ্টেম্বর তৃতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকার করে। ওইদিনই  শিশুকে রক্তাক্ত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার শিশুটির পিতা মানবতা ফাউন্ডেশন বরাবর আইনি সহায়তা চেয়ে আবেদন করেন। আবেদন পাওয়ার পর সন্ধ্যায় অ্যাড. মানি খন্দকারের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম বলাৎকারের শিকার শিশুকে হাসপাতালে দেখতে যান।  এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের সমন্বয়করী অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, অ্যাড. নওশের আলী, গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দিন হাবলু, অপারেশন অফিসার অ্যাড. জিল্লুর রহমান জালাল, মোটিভেশন কর্মকর্তা জাকিয়া সুলতানা ঝুমুর, সেবা কর্মকর্তা মাহফুজা আক্তার জুথি।