বর্তমান সরকার নারীদের উন্নয়নে বদ্ধপরিকর

চুয়াডাঙ্গায় দুস্থ মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণকালে পৌর মেয়র জিপু
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। গত বুধবার বেলা ১১টায় নারী ও শিশুবিষয়ক স্থায়ী কমিটির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা পৌরসভা। এতে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র একরামুল হক মুক্তা। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এছাড়া সেনিটারি ইন্সপেক্টর কামরুল ইসলামসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় পৌর মেয়র বলেন, বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়, নারীদের উন্নয়ন হয়। দেশের প্রতিটি সেক্টরে নারীদের অংশগ্রহণে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত তৎপর। নারীদের স্বাবলম্বী করে দেশের উন্নয়নে কাজে লাগাতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পরে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০ জন দুস্থ মহিলাকে সেলাইমেশিন বিতরণ করেন অতিথিবৃন্দ। মূলত জেন্ডার অ্যাকশন প্লানের মাধ্যমে পৌর এলাকার দরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ওই কর্মসূচি হাতে নিয়েছে পৌর নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি।