বরগুনায় দু শিশুসহ মায়ের অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার: বরগুনায় দু শিশুসহ এক মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ বিষপান বলে ধারণা চিকিৎসকের। গতপরশু শনিবার রাতে সদর উপজেলার লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তিনজন হলো- রোজি আক্তার (২৬) এবং তার দু শিশুকন্যা মৌমি (৫) ও তায়িবা (৩)।
রোজির স্বামীর নাম রুমন পঞ্চায়েত। ঘটনার পর তাকে ও বাড়ির গৃহকর্মী হারুনুর রশিদকে নজরদারিতে রেখেছে পুলিশ। রুমনের বড় ভাই হেলাল উদ্দিন পঞ্চায়েত জানান, গতকাল সন্ধ্যায় রোজি তার দু শিশুকে বিষপান করান। পরে নিজেও বিষ পান করেন। বাড়ির লোকজনের নজরে এলে তিনজনকেই বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত নয়টার দিকে দু শিশু মারা যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোজিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা কমলেশ দেবনাথ বলেন, তিনজনই বিষপানের রোগী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রোজির স্বামী ও গৃহকর্মীকে নজরদারিতে রাখা হয়েছে।