বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রেন লাইনচ্যুত

 

স্টাফ রিপোর্টার: যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুতে দ্রুতযানএক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে উত্তর ও দক্ষিণপশ্চিমাঞ্চলের সব জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।গতরাত ১১টায় ঢাকা থেকে দিনাজপুরগামী ওই ট্রেনটি টর্নেডোরকারণে লাইনচ্যুত হয় বলে সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানিয়েছেন।তিনি বলেন, ট্রেনটি ১১টার দিকে সেতুর ওপর ওঠার পর ৭ নম্বর পিলারের কাছে এলে টর্নেডোআঘাত করে। আঘাতে এটির ১৩টি বগির মধ্যে বগিগুলো লাইনচ্যুত হয়ে রেলিংয়ে ধাক্কা খায়।এ ঘটনায় রাত ১২টা পর্যন্ত উদ্ধার অভিযানে হতাহতের কোনোনজির ঘটনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সেতুর দেখভালের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৮সংমিশ্রণ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি।তারপরও নিশ্চিত হওয়ারজন্য সেতুর নিচেও তল্লাশি চলছে। বঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা চীনাপ্রতিষ্ঠান সিসিসির ট্রাফিক ম্যানেজার লেফটেনেন্ট কমান্ডার মুজাহিদ বলেন, দুর্ঘটনার পরপরই তারা একজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদরহাসপাতালে পাঠান।