বগুড়ায় পোড়াদহ মেলা শেষে আজ বৌ মেলা

স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলীতে গতকাল বুধবার বসেছিলো প্রায় দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। মেলার দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয় হরেক প্রজাতির বিশাল আকৃতির মাছ। এরমধ্যে ৬০ কেজি ওজনের বাঘাইড় মাছ নজর কাড়ে সকলের। বুধবার থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা মূলত একদিনের মেলা হলেও চলে ২ দিন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন সেখানে বসবে ‘বৌ মেলা’। এদিন মেলায় ক্রেতা বিক্রেতা থাকবেন এলাকার বৌঝিরা।
আজ বৃহস্পতিবার শুধুই নারীদের জন্য এই বিশেষ মেলার আয়োজন করাটাও গত প্রায় ২৬ বছর ধরে রেওয়াজে পরিণত হয়েছে। যেখানে শুধু নারীদেরই থাকবে প্রবেশাধিকার। পোড়াদহ মেলায় প্রসাধনী সামগ্রী, হরেক রকমের খাবারের দোকান এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বসলেও এখানকার প্রধান আকর্ষণ বিভিন্ন ধরনের বড় বড় মাছ। বিশেষ করে বিশাল বিশাল বাঘার মাছ কেনার জন্যই মানুষ মেলায় আসেন। অনেকে এই মেলাকে বলেন, মাছের মেলা। এবার মেলায় দেড় মণ ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ উঠেছিলো, যা বিক্রি হয়েছে ৯০ হাজার টাকায়। এছাড়াও ২৫ কেজি ওজনের কাতল মাছের দাম ৩০ হাজার টাকা চাওয়া হলেও একজন ক্রেতা কাতল মাছটি ২৪ হাজার টাকায় কিনেছেন।