ফেসবুকে নতুন করে সতর্ক হন

মাথাভাঙ্গা মনিটর: সম্প্রতি কি ফেসবুক প্রোফাইলের রং পরিবর্তন করার চেষ্টা করেছেন?সাবধান!সম্প্রতি ফেসবুকে ‘কালার চেঞ্জ’ বা রং পরিবর্তনের একটি ভাইরাস নতুন করেছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে ১০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারীকেবোকা বানিয়ে এ ভাইরাসটি আক্রমণ করেছে।ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসেরএক খবরে বলা হয়েছে, ফেসবুকে প্রোফাইলের রং পরিবর্তনের এ ম্যালওয়্যারটি এরআগেও ছিলো। ফেসবুক কর্তৃপক্ষ এ ম্যালওয়্যারটি সরিয়ে ফেললেও আবারও নতুনরূপেএটি ফিরে এসেছে। এ ম্যালওয়্যারটি একটি বিজ্ঞাপনের আকারে ফেসবুকব্যবহারকারীকে তাতে ক্লিক করতে প্রলুব্ধ করে।

এতে বলা হয়, এখন থেকে ফেসবুকব্যবহারকারীরা তাদের প্রোফাইলের রং পরিবর্তনের সুযোগ পাবেন। এ অ্যাপটিডাউনলোড করতেও বলা হয়। এ অ্যাপটি ডাউনলোড করতে গেলেই ভাইরাসপূর্ণ একটিসাইটে চলে যাবেন ব্যবহারকারী। এরপর থেকেই শুরু হবে বিপদ। প্রযুক্তিবিষয়কওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।