ফেসবুকের বিরুদ্ধে মরিয়মের মামলা

মাথাভাঙ্গা মনিটর: আপত্তিকর ছবি না সরানোয় ফেসবুকের বিরুদ্ধে ১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলারক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের মরিয়ম আলী নামের এক ফেসবুকব্যবহারকারী। পুরোনো এক বন্ধুর আপলোড করা ‘রিভেঞ্জ পর্নো’ ছবি ফেসবুককর্তৃপক্ষ না সরানোয় প্রতি ফেসবুক ব্যবহারকারীর হিসেবে ১০ সেন্ট করেক্ষতিপূরণের এ মামলা করেছেন তিনি।মামলার দাবি করা হয়েছে,যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা মরিময় ফেসবুকের কাছে বেশ কয়েকবার ছবিসরানোর অনুরোধ জানালেও তারা তা অবহেলা করেছে। তার মতো দেখতে অন্য একজনেরনোংরা ছবিগুলো যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে তার সাবেক বন্ধু আদিল শাহ খানআপলোড করেছেন। বিষয়টি ‘গাফিলতি,জেনে শুনে বা ইচ্ছাকৃতভাবে,উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা বিশেষ উদ্দেশ্যে’ আলীর ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে।মরিয়মের দাবি,তার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে তাতেনোংরা ছবি আপলোড করেছেন আদিল শাহ খান।