ফের বাড়লো মোবাইলে কথা বলার খরচ

 

স্টাফ রিপোর্টার: কয়েক মাসের ব্যবধানেই ফের মোবাইলফোনের সেবার ওপর বাড়তি ২ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হলো। ফলে বেড়ে গেল মোবাইলফোনে কথা বলার খরচ। বর্তমানে মোবাইলফোন সেবার ওপর ৩ শতাংশ সম্পূরক শুল্ক থাকলেও এটি বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর আগে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ মিলিয়ে গ্রাহককে ১৯ শতাংশ খরচ করতে হচ্ছিলো। নতুন ২ শতাংশ বৃদ্ধির ফলে গ্রাহককে এখন ১০০ টাকার সেবা নেয়ার বিপরীতে ১২১ টাকা দিতে হবে।  এটি গতকাল থেকেই কার্যকর হওয়ার কথা। কথা বলা ছাড়াও মোবাইলফোনের মাধ্যমে ক্ষুদে বার্তা কিংবা ইন্টারনেট ব্যবহারেও একইভাবে খরচ বাড়বে। গ্রাহকের আঙ্গুলের ছাপসহ মোবাইলফোনের সিম পুন:নিবন্ধন হওয়ার পর বর্তমানে দেশের প্রায় মোবাইলফোনের সক্রিয় সিম ১০ কোটির কিছু বেশি। সরকারি টেলিটক ছাড়াও গ্রামীণফোন, বাংলা লিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল মোবাইলফোন সেবা দিয়ে যাচ্ছে। নতুন এ শুল্ক আরোপের ফলে গ্রাহকের পকেট থেকে বাড়তি প্রায় ৫শ কোটি টাকা যাবে। এর শিকার হবে স্বল্প আয়ের মানুষও।