ফেরদৌসের উদারতার খেসারত!

স্টাফ রিপোর্টার: নতুন নির্মাতাদের প্রতি উদারতা দেখানোর কারণেই এখন তার খেসারত দিচ্ছেন বলে দাবি করেছেন চিত্রনায়ক ফেরদৌস। ডিজিটাল ধারার বেশির ভাগ চলচ্চিত্রনির্মাতার প্রতি সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ফেরদৌস। আবার কয়েকজন নির্মাতাদের প্রশংসাও করেছেন তিনি। এ প্রসঙ্গে ফেরদৌস জানিয়েছেন, ব্যয় কমে যাওয়ার কারণে ডিজিটাল প্রযুক্তির কল্যাণে ছবি নির্মাণ এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। যে কেউই এখন ছবি বানাতে চলে আসছেন, যা ৩৫ মিমি. প্রযুক্তিতে হলে অনেকেই সাহস করতেন না। আর নতুন অনেক নির্মাতার অনুরোধে ঢেঁকি গিলতে গিয়ে নিজের ক্ষতিটাই করছি, যা আমার পাশাপাশি চলচ্চিত্রের জন্যও অশুভ।

ফেরদৌস আরও বলেন, আমরা যারা অভিনয়শিল্পী, তারা সবসময় নতুন প্রজন্মের প্রতি দায়িত্বের জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। কিন্তু বেশির ভাগ নির্মাতাই দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করে থাকেন। তাদের বেশির ভাগেরই কাজ গোছানো নয়। কোনো কিছুই শিখে আসেন না তারা। যে আশা নিয়ে তাদের সাথে কাজ শুরু করি, একটা পর্যায়ে ঠিক ততটাই বিরক্তি চলে আসে তাদের ওপর। ফেরদৌস মনে করছেন, এ ধরনের অবস্থা চলতে থাকলে চলচ্চিত্রের অবস্থা এখন যেখানে আছে, সেখান থেকে আরও খারাপের দিকে দিকে যাবে।