ফেনসিডিল এবং ভারতে পাচারমুখি মেডেলসহ দুজন আটক

দামুড়হুদার মুন্সিপুর বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী অভিযান

 

দর্শনা অফিস/ভ্রাম্যমা প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ফেনসিডিল ও ভারতে পাচারমুখি দেশীয় মূল্যবান ধাতু মেডেল উদ্ধার করেছেন। মেডেল পাচারকালে দু পাচারকারীকে বিজিবি আটক করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দামুড়হুদার মুন্সিপুর বিজিবির নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার জিল্লুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে চোরাচালানবিরোধী অভিযান চালান উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুরে। বিজিবি সদস্যরা কুতুবপুর থেকে আটক করেন একই ইউনিয়নের মুন্সিপুর গোরস্তানপাড়ার আব্দুর রহমানের ছেলে হকা (২৬) ও কার্পাসডাঙ্গা বাজারপাড়ার আব্দুস সাত্তারের ছেলে রেজাউলকে। রেজাউল নিজেকে হকার জোন (কর্মচারী) বলে দাবি করে বলেছে, এ মেডেল হকার। সে জোন হাজিরায় কাজ করতো। বিজিবি সদস্যরা আটককৃত হকা ও রেজাউলের দেহ তল্লাশি চালিয়ে ১৪ কেজি দেশীয় মূল্যবান ধাতুদ্রব্য মেডেল উদ্ধার করেন। এ ঘটনায় হাবিলদার জিল্লুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় আটককৃত হকা ও রেজাউলের বিরুদ্ধে গতকালই মামলা দায়ের করেছেন। বিজিবির একই দল গতকাল রোববার সকাল সাড়ে ন’টার দিকে মাদকবিরোধী অভিযান চালান কুতুবপুর কাটাবনপাড়ায়। বিজিবি সদস্যরা ওই পাড়ার শহিদুল ইসলামের বিচুলির পরিত্যক্ত গাদা তল্লাশি চালিয়ে ৩৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।