ফলোআপ: মহেশপুর প্রাথমিক শিক্ষা অফিসারের ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত শুরু

 

মহেশপুর সংবাদদাতা: মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমানের ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গতকাল মঙ্গলবার ডিজি অফিসের প্রতিনিধি দল তদন্তে এসেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে ইউসুফ আলী রিসোর্স পার্সন ট্রেনিং কনসালটেন্ট তদন্তে এসেছেন। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত করেন।

অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, তদন্তে থলের বিড়াল বেরিয়ে আসছে। তার বিরুদ্ধে অভিযোগের অনেক সত্যতা মিলেছে। মঙ্গলবার জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ওই শিক্ষা অফিসারের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ার পর শিক্ষকসহ সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে। শিক্ষা অফিসের একজন এটিও ডিজি অফিসের প্রতিনিধি আসার বিষয়ে নিশ্চিত করেছে। এ বিষয়ে আতাউর রহমানের সাথে মোবাইলফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি একটু সমস্যায় আছি পরে কথা বলবেন বলে মোবাইল রেখে দেন।