ফটিকছড়িতে জেএসএস-ইউপিডিএফ বন্দুকযুদ্ধে নিহত ১

 

 

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামেরফটিকছড়িতে দু পাহাড়ি সশস্ত্র গ্রুপের বন্দুকযুদ্ধে পরেশ তংচঙ্গ্যা (৩৫)নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।গতকাল শুক্রবার সকাল ৭টায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ছাইল্যা ছোড় গোল টিলা এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের বড় টিলা এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) মধ্যেবন্দুকযুদ্ধে ইউপিডিএফ কর্মী পরেশ তংচঙ্গ্যা (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এসময় জেএসএস’র তিন কর্মী শান্তু চাকমা (৩০), রিপন চাকমা (৪০) আনন্দ চাকমা (৩৫) গুলিবিদ্ধ হন। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয়েছে।ইউপিডিএফ নেতা মাস্টার ইন্দ্রজিৎ বলেন, নিহত পরেশইউপিডিএফের একনিষ্ঠ কর্মী ছিলেন।