ফকির লাল শাহ’র ১২৭তম তিরোধান দিবস স্মরণে মেহেরপুরে লালন সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: বাউল স¤্রাট, মরমী সাধক, মানুষ ও মানুষত্যের পক্ষে সার্বজনীন যুক্তিবাদী নির্ভিক সারথী ফকির লাল শাহ’র ১২৭তম তিরোধান দিবস স্মরণে লালন সংগীত সন্ধ্যা হয়ে গেল মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সঙ্গীত সন্ধ্যায় নিশান সাবেরের সঞ্চলনায় সংগীত পরিবেশন করেন তৌহিদ সরকার, আফছার ফকির, ইনসান সাপুড়ে, ফৌজিয়া আফরোজ তুলি, সাধনা, আশাদুল হক খোকন, সোনিয়া, লাল্টু, জেসমিন, রাজু, শিশু শিল্পী দেলওয়ার হোসেন প্রমুখ। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। পরে মেহেরপুরের সোনিয়াকে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত সঙ্গীত অনুষ্ঠানে কুষ্টিয়া অঞ্চলের একমাত্র লালন সংগীত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি নূরুল আহমেদ, মোমিনুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, সদস্য সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, মহিদুর রহমান মহিদ, বারিকুল ইসলাম লিজন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা লালন একাডেমির সভাপতি নাদিম শাহ, সাধারণ সম্পাদক তৌহিদ সরকার প্রমুখ।