প্রেমের মূল্য দিতে গিয়ে ধর্মান্তরিত হলো আলমডাঙ্গা ফরিদপুরের দীপঙ্কর নন্দী

আলমডাঙ্গা ব্যুরো: প্রেমের মূল্য দিতে গিয়ে ধর্মান্তরিত হয়েছে আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের প্রেমিক দীপঙ্কর নন্দী। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় একই গ্রামের ১০ম শ্রেণিতে পড়ুয়া এক মুসলমান সম্প্রদায়ের মেয়েকে নিয়ে পালানোর ২ দিন পর ধর্মান্তরিত হলো।
জানা গেছে, ফরিদপুর গ্রামের দীনবন্ধু নন্দীর ছেলে দীপঙ্কর কুমার নন্দী এ বছর ডিগ্রি ফাইনাল পরীক্ষার্থী। গত ২ বছর ধরে দীপঙ্কর নন্দী একই গ্রামের ১০ম শ্রেণিতে পড়ুয়া বিউটি নামে এক মেয়ের সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেমিকাকে নিয়ে প্রেমিক প্রবর পালিয়ে যায়। এ ঘটনায় গ্রামে ওই রাতেই এক সালিস বৈঠক বসে। সালিসে প্রেমিক প্রবরের বাবাকে নির্দেশ দেয়া হয় মেয়েকে রাতেই ফেরত দিতে। অনেক চেষ্টার পরও তাদের হদিস মেলেনি। পরে জানা যায়, তারা ঢাকা গাজীপুর শহরে অবস্থান করছে। গতকাল গাজীপুর জর্জ কোর্টে তারা বিয়ে করে। বিয়ের আগে দীপঙ্কর নন্দী ধর্মান্তরিত হন। নতুন করে নাম নিয়েছেন আব্দুল্লাহ আল মামুন। অ্যাডভোকেট মকলেসুর রহমান ও অ্যাড. মোহাম্মদ হুসাইন নোটারি পাবলিকে ধর্মান্তরিত করতে ও বিয়ে দিতে সহযোগিতা করেন বলে জানা যায়। গতকালই ইউপি সদস্যসহ গ্রামের কয়েকজন ম-ল তাদেরকে গাজীপুর থেকে ফিরিয়ে আনেন। তাদেরকে রাতে প্রেমিকার পিতার বাড়িতে ওঠার কথা রয়েছে বলে গ্রামের একাধিকসূত্র জানিয়েছেন।