প্রার্থিতা ফিরে পাচ্ছেন ৩ জন

স্টাফ রিপোর্টার: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে যাচ্ছেন তিন প্রার্থী। উচ্চ আদালতের রায়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। তবে কমিশনের সিদ্ধান্তের ওপর এসব প্রার্থীর ভাগ্য নির্ভর করছে। আজ এ বিষয়ে কমিশনে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক বলেন, উচ্চ আদালতের রায়ের কপি পেয়েছি। বিষয়টি কমিশনে উপস্থাপন করা হবে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে নাকি প্রার্থিতা গ্রহণ করা হবে- সে বিষয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রার্থী তিনজন হলেন- চট্টগ্রাম-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান, কুমিল্লা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এএসএম কামরুল ইসলাম ও নীলফামারী-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী। এদের মধ্যে মাহফুজুর রহমান ও এএসএম কামরুল ইসলামের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণার পর ইসিতে আপিল আবেদনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। ইসি কর্মকর্তারা জানান, এ তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলে ওই তিন আসনে নতুন প্রার্থী অন্তর্ভুক্ত করে ব্যালট পেপার আবার ছাপতে হবে। নীলফামারী-১ আসনে ৩ লাখ ৩২ হাজার ৭৮৫ জন ও চট্টগ্রাম-৩ আসনে এক লাখ ৭৬ হাজার ৮৭২ জন ভোটার রয়েছেন। ভোটারের সমসংখ্যক ব্যালট পেপার ছাপতে হবে। এছাড়া কুমিল্লা-৮ আসনে একক প্রার্থী হিসেবে জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মাহফুজুর রহমান প্রার্থিতা ফিরে পেলে ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই আসনে ভোটার সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৮৬৭।