প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের বেতন স্কেলের একধাপ নিচে নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা রিপোটার্স ইউনিটির কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন,  প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমাদের দাবি বাস্তবায়ন করা সম্ভব না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য মহাসমাবেশের তারিখ চেয়ে আমরা আবেদন করেছি। তারিখ নির্ধারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। উল্লেখ্য, পদমর্যাদা ও বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলন করে আসছে।