প্রাথমিকে পুলভুক্ত আড়াই হাজার শিক্ষক নিয়োগের নির্দেশ

স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক পদে পুলভুক্ত প্রায় আড়াই হাজার জনকে নিয়োগ দিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ না করারও নির্দেশ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত ৭২টি রিট আবেদনের উপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ আজ বুধবার এই রায় দেন।
এই রায়ের ফলে আইনের আশ্রয় নেয়া প্রায় আড়াই হাজার প্রার্থীর নিয়োগের পথ খুলল বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, শেখ মোহাম্মদ মুরশেদ, ছিদ্দিক উল্যাহ মিয়া ও খায়রুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী সিদ্দিক উল্যাহ মিয়া বলেন, ৭২টি রিট মামলায় আজ রায় ঘোষণা করা হয়েছে। এখানে প্রায় আড়াই হাজার স্কুল শিক্ষক রিট আবদেনকারী হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। ২০১১ সালের আগস্ট মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২৭ হাজার ৭২০ জন চূড়ান্তভাবে উর্ত্তীণ হন। এর মধ্যে ১২ হাজার ৭০১ জনকে সরাসরি শূন্য পদে নিয়োগ দান করা হয়। বাকি ১৫ হাজার ১৯ জনকে নিয়োগ না দিয়ে পুলভুক্ত করে ঝুলিয়ে রাখা হয়।