প্রাইম ও সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার: অর্থ আত্মসাতের দায়ে সোনালী ব্যাংকের দু ও প্রাইম ব্যাংকের পাঁচকর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবারবিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা করেন দুদকেরউপপরিচালক শাহীন আরা মমতাজ।অভিযুক্ত সাতজন হলেন প্রাইম ব্যাংকের মতিঝিল শাখার সেলস এক্সিকিউটিভঅফিসার মির্জা কামরুল হাসান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. ফেরদৌস আজাদদিপু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মহিউদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ অফিসারএইচএম কামরুজ্জামান সুমন ও সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো.জাফর হাসান এবং সোনালী ব্যাংকের লোকাল শাখার সিনিয়র অফিসার আনিসুর রহমানসরকার ও অফিসার লিয়াকত আলী চৌধুরী।মামলার এজাহারে উল্লেখ করা হয়, এ সাতজন পরস্পর যোগসাজসে ভুয়া হিসাবখুলে চেক জালিয়াতির মাধ্যমে এক কোটি টাকা আত্মসাত করেছেন। মামলার এজাহারেআরও বলা হয়েছে, বেলহাসা একম অ্যান্ড অ্যাসোসিয়েটসের নামে একটি ভুয়া চেকইস্যু করেন সোনালী ব্যাংকের কর্মকর্তারা।