প্রবীণদের জীবন মানের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে

জীবননগর সীমান্ত ইউনিয়নে প্রবীণ সামাজিক কেন্দ্র স্থাপনে মতবিনিময়সভায় এমপি আলী আজগার টগর

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে প্রবীণ সামাজিক কেন্দ্র স্থাপনে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেছেন, প্রবীণরা সমাজের বোঝা নই; সম্পদ। সমাজ ও দেশের উন্নয়নে এ সম্পদ কাজে লাগাতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার প্রবীণদের জীবন মানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বয়স্কভাতা প্রদানসহ ভিজিডি ও ভিজিএফ প্রদানের মাধ্যমে সরকার প্রবীণ জনগোষ্ঠীর সদস্যদের অর্থনৈতিকভাবে দাঁড়াতে সহযোগিতা করছে। পিকেএসএফ’র সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মতবিনিময়সভায় গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির উপদেষ্টা সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়াম্যান গোলাম মোর্তূজা, পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, থানা অফিসার ইনচার্জ এনামুল হক, দর্শনা পৌর আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান। ওয়েভ ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়নকারী কামরুজ্জামান যুদ্ধর পরিচালনায় মতবিনিয়নসভায় বক্তব্য রাখেন সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।