প্রবাস ফেরত ছেলের অভিযোগ: বিদেশ থেকে পাঠানো টাকাও বাড়িতে রেখে যাওয়া স্ত্রী নিয়ে ফূর্তি করেছে পিতা

স্টাফ রিপোর্টার: প্রবাস ফেরত হাজি হারুন অর রশীদের সাথে তার পিতা চুয়াডাঙ্গা নেহালপুরের সিরাজুল ইসলামের বিরোধ তুঙ্গে। ছেলের অভিযোগ, বিদেশ থেকে পাঠানো টাকা ও বাড়ি রেখে যাওয়া স্ত্রীকে নিয়ে পিতা সিরাজুল ফূর্তি করেছে। টাকা ফেরত দেয়া দূরের কথা, সম্প্রতি পুত্রবধূকে নিয়ে অজানা ঠিকানায় পাড়ি জমানোর পথে ধরা পড়েছে।

লিখিত এক অভিযোগে হারুন অর রশীদ বলেছেন, আমি এখন অসহায়। বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে পাঠানো টাকাও গেছে, বাড়িতে রেখে যাওয়া স্ত্রীও হয়ে গেছে পর। এখন স্ত্রীর কুকর্মের কথা গ্রামের সাধারণ মানুষ জানলেও সে নারী নির্যাতন ধারায় মামলা করেছে। সেই মামলায় পালিয়ে বেড়াতে হচ্ছে। গ্রামে সালিস হলেও পুলিশ সেদিকে গুরুত্ব দিচ্ছে না।

গ্রামের সাধারণ মানুষ বলেছে, দীর্ঘদিন ধরেই সিরাজুলের বিরুদ্ধে তার পুত্রবধূকে নিয়ে ফূর্তি করার অভিযোগ উত্থাপন হয়ে আসছে। ছেলে হারুন অর রশীদ দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেছে। এদের অভিযোগ যেমন নোংরা তেমনই ওদের দায়িত্ব কেউ নিতে চায় না। তা ছাড়া হারুন অর রশীদ তো পৃথক বিয়েও করেছে। ফলে এসব নিয়ে গ্রামবাসী তেমন মাতামাতিতে আগ্রহী নয়। গত প্রায় ১০ দিন ধরে হারুন অর রশীদের প্রথম স্ত্রী গ্রামেরই এক মেম্বারের হেফাজতে রয়েছে।