প্রবাসী স্বামীর টাকা স্ত্রীর আত্মসাৎ : স্ত্রীর নির্যাতনে স্বামীর সংবাদ সম্মেলন

 

মহেশপুর প্রতিনিধি: স্ত্রীর বিরুদ্ধে মহেশপুর প্রেসক্লাবে উপজেলার ভাটপাড়া গ্রামের ইন্তাদুল নামে এক বিদেশ ফেরত ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। ইন্তাদুল সংবাদ সম্মেলনে বলেন, ১৪-১৫ বছর আগে চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের আফজাল হোসেনের মেয়ে শিল্পী খাতুনের সাথে তার বিয়ে হয়। এর কিছু দিন পর সে চাকরির জন্য বিদেশ যায়। দুবাই থেকে সে তার শাশুড়ির ব্যাংক অ্যাকাউন্টে ৬-৭ লাখ টাকা পাঠান। বিদেশ থেকে দেশে আশার পর ওই টাকা তাকে ফেরত না দিয়ে শিল্পী খাতুন পরকীয়ায় জড়িয়ে লোকজন দিয়ে ইন্তাদুলকে হত্যার ষড়যন্ত্র করছে। ইন্তাদুল অভিযোগ করেন, একই গ্রামে তার এক আত্মীয়ের সাথে তার স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে এখন তার সাথে সংসার না করে তাকে নানাভাবে হয়রানি করছে। ইতোমধ্যে মোবাইলফোনে তাকে হুমকি দেয়া হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানায় একটি জিডি করা হয়েছে। এদিকে শিল্পী খাতুন টাকা ফেরত না দেয়ার উদ্দেশে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্তাদুলের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে ৪ ধারা মোতাবেক মামলা করে হয়রানি করছে। ইন্তাদুল জানান, তাদের দুটি সন্তান এখন অযত্ন, অবহেলায় মানুষ হচ্ছে। তিনি তার কষ্টার্জিত টাকা ফেরতসহ স্ত্রীর অত্যাচার থেকে বাঁচতে চান।