প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির দায়ে ছয় প্রকৌশলী বরখাস্ত

 

স্টাফ রিপোর্টার: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের গাফিলতিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিলো বলে তদন্তে প্রমাণ মিলেছে। এ ঘটনায় বিমানের ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বুধবার রাতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই কর্মকর্তারা হলেন- বিমানের ইঞ্জিনিয়ারিং কর্মকর্তা এসএস রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন এবং কারিগরি কর্মকর্তা সিদ্দিকুর রহমান। গত রোববার হাঙ্গেরি সফরে রওনা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং-৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি করতে হয়। ত্রুটি মেরামতের পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বুদাপেস্টে পৌঁছান। এ ঘটনা তদন্তে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি করে। এর মধ্যে বিমানের প্রাথমিক তদন্ত প্রতিবেদন গতকাল সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, কর্মকর্তাদের গাফিলতিতেই প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার প্রমাণ মিলেছে। এই ঘটনায় বিমানের
ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বিমানের তেল সঞ্চালন পাইপের নাট ঢিলা হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি দেখা দিয়েছিলো। বিমানের চেয়ারম্যান জানিয়েছেন, তিনটি ফ্যাক্টর বিবেচনায় আনা হয়েছে- যান্ত্রিক ত্রুটি কি-না? পরিবেশগত ব্যাপার কি-না (বেশি ঠাণ্ডা বা ঝড় কি-না) এবং হিউম্যান ফ্যাক্টর ইনভল্ব কি-না?
হিউম্যান ফেইলর ফ্যাক্টর প্রধান বলে তারা চিহ্নিত করেছেন। হিউম্যান ফেইলর ফ্যাক্টরকে চিহ্নিত করার ভিত্তিতে পাঁচজন অথবা এক-দুজন বেশিও হতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যে ম্যানেজমেন্টকে বলেছেন।
তার এই বক্তব্যের ২০ মিনিটের মধ্যেই মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়। তিনদিনের হাঙ্গেরি সফর শেষে বুধবার দেশের পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশে ফেরার আগেই বিমানে ত্রুটির জন্য দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নিলো বিমান কর্তৃপক্ষ, যে ঘোষণা ঘটনার পরদিন দিয়েছিলেন মন্ত্রী মেনন।