প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন মালিকি


মাথাভাঙ্গা মনিটর: ইরাকের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেননুরি আল মালিকি। এতে দেশটির রাষ্ট্রক্ষমতা নিয়ে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থারঅবসান ঘটেছে।গত বৃহস্পতিবার রাষ্ট্রীয়টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেনতিনি।এ সময় নতুন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ও অন্যান্য শীর্ষস্থানীয়শিয়া নেতারাও টেলিভিশন স্টেশনে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।ইরাকেরপার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার আবাদির কাছে ক্ষমতা হস্তান্তর করতে কয়েকদিন ধরেব্যাপক চাপের মুখে ছিলেন মালিকি।ভাষণে নিজের পদত্যাগের ঘোষণার আগে ইসলামিকস্টেট’র (আইএস) ‘সন্ত্রাসীদের’ভয়াবহ হুমকির কথা উল্লেখ করেন মালিকি।ভাষণেরশেষ পর্যায়ে তিনি বলেন, আজ আমি আপনাদের সামনে ঘোষণা করছি,রাজনৈতিক পরিস্থিতিস্বাভাবিক রাখার জন্য এবং নতুন সরকার গঠনের জন্য আমি আমার ভাই ডক্টর হায়দার আলআবাদির পক্ষে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।নিজের আট বছরের শাসনেরউল্লেখ করে মালিকি বলেন, এর বেশিরভাগ সময় ব্যাপক সন্ত্রাস ও সরকারবিরোধী তৎপরতারবিরুদ্ধে লড়াই করতে হয়েছে তাকে। ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হলেও আইনের প্রতিঅবিচল থেকে সহিংসতাকে এড়িয়ে গেছেন বলে দাবি করেন তিনি।শেষ পর্যন্ত তাকেঘিরে এক ফোঁটা রক্তপাতও এড়াতে চান বলে জানিয়েছেন তিনি।