প্রথম নারী হিসেবে প্যারেডে নেতৃত্ব

স্টাফ রিপোর্টার: প্রথম নারী হিসেবে পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দেয়া এসপি শামসুন্নাহার বলেছেন, লক্ষ্যে ঠিক করে এগোনোর চেষ্টা করলে নারীকে কেউ আটকাতে পারবে না। ছোট-বড় বাধা আসবে, তবে তাতে মনোবল না হারিয়ে সামনের দিকে এগিয়ে যেতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা। পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে প্যারেডের নেতৃত্ব দেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। পুলিশ সপ্তাহে প্যারেডের ইতিহাসে এই প্রথম একজন নারী নেতৃত্ব দেন, যাতে সহস্রাধিক পুলিশ সদস্য অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করে ওই প্যারেড পরিদর্শন করেন। শামসুন্নাহার একটি চৌকস প্যারেড উপহার দিয়েছেন এবং প্রধানমন্ত্রীও প্যারেডের প্রশংসা করেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন।
প্যারেডে নেতৃত্ব দেয়ার অনুভূতি জানাতে গিয়ে এসপি শামসুন্নাহার বলেন, প্রথম একজন নারী হিসেবে প্যারেডের নেতৃত্ব দেয়া খুব গৌরবের, আনন্দেরও বটে। এক্ষেত্রে অনেক আগে থেকেই নিজেকে প্রস্তুত করছিলাম। সব প্রস্তুতি শেষে আমার স্বপ্ন সত্যি হয়েছে। এ সময় বাবা শামসুল হক ও মা মোছাম্মত আমেনা বেগমও তার পাশে ছিলেন। পেশায় আইনজীবী ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল ও গৃহিণী আমেনা দম্পতির চার সন্তানের মধ্যে শামসুন্নাহার সবার বড়। বড় মেয়ে পুলিশ কর্মকর্তা হবে, পুলিশ প্যারেডে প্রথম নারী হিসেবে নেতৃত্ব দেবে এমনটা কখনও ভাবেননি বাবা। তবে মা আমেনা জানালেন ভিন্ন কথা, মেয়ের জন্য ভাবনা আর স্বপ্নটা কিছুটা অন্যরকমই ছিলো তার।