প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ে বৈশ্বিক পদক্ষেপ :

 একই সময়ে

ঘন্টাধ্বনি বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলো বাংলাদেশের শিশুরা 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ সারা বাংলাদেশের শিশুরা একযোগে এক মিনিট ধরে ঘণ্টাধ্বনি বাজিয়ে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায়ে দৃষ্টি আকর্ষণ করলো নীতি নির্ধারক ও দেশবাসীর। আমরা ঘণ্টা বাজাই নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে ঘণ্টা, ঢোল, বাদ্যযন্ত্র এমনকি থালা বাসনে আওয়াজ তুলে প্রতীকী এ কর্মসূচি পালন করেছে।

জানা গেছে, নেদারল্যান্ড ভিত্তিক লিলিয়ান ফাউন্ডেশন ও ডিআরআরএ’র সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে গতকাল বেলা ১২টা থেকে ১২টা এক মিনিটে সারাবিশ্বের সাথে তালমিলিয়ে এবারেও চুয়াডাঙ্গায় ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করা। প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেব প্রসাদ পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লা আল সামি, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট, ডা. সেলিম রেজা, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দার ও প্রধান শিক্ষক শেফালী খাতুন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রত্যাশার সমন্বয়কারী সাইদুর রহমান, আরিফুর রহমান, শারমিন খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সহায়তা প্রদান ও সকলকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য সারা বিশ্বে এ বিষয়ে সহায়তা বাড়ানো প্রয়োজন।