প্রতারণা মামলায় চুয়াডাঙ্গা ভুলটিয়ার দুজন গ্রেফতার

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা ভুলটিয়ায় প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছে দুই ভাই ঠাণ্ডুর রহমান ও গোলাম রসূল। গতকাল রোববার বেলা ১১টার দিকে মীমাংশার জন্য চুয়াডাঙ্গা সদর থানায় যান উভয়পক্ষের লোকজন। মীমাংশা না হওয়ায় ঠাণ্ডু রহমান ও তার ভাই গোলাম রসুলকে প্রতারণা মামলায় গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরে কুতুবপুর ইউনিয়নে ভুলটিয়া গ্রামের মৃত পাগল চাঁদের ছেলে ঠাণ্ডুর রহমান ও তার ভাই রসূল, একই গ্রামের মৃত আজগার আলীর ছেলে রেজাউল হকের কাছ থেকে ১৫ বছর আগে এক বিঘা ১৫ কাটা জমি বিক্রি করার জন্য ৮৯ হাজার টাকা নেন। এই ভাবে ঠাণ্ডু জমি রেজিস্ট্রি না করে দিয়ে বছরের পর বছর পার করে দেন। এ বিষয়ে রেজাউল হক থানায় একটি লিখিত অভিযোগ করেন।  গতকাল রোববার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মীমাংসার জন্য হাজির হয় উভয় পক্ষে। এতে পরি শেষে ফেসে যায় দুই ভাই ঠাণ্ডু ও রসূল। সদর থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে। কথা বলা হয় সদর থানার ওসি তোজাম্মেল হকের সাথে তিনি জানায় ভুলটিয়া গ্রামের ঠাণ্ডু ও রসূল নামে দুজন টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে দেয়া মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।