প্যারিসে সাত ঘণ্টার অভিযানে ২ জঙ্গি নিহত : গ্রেফতার ৭

মাথাভাঙ্গা মনিটর: প্যারিসে হামলার প্রধান পরিকল্পনাকারী আব্দুল হামিদ আবু ওউদকে আটক করতে সাত ঘণ্টাব্যাপী অভিযান চালাতে হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, প্যারিসের শহরতলীর সেন্ট ডেনিস এলাকায় প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের পর সেখানে এক সন্দেহভাজন মহিলা আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। আরো একজন নিহত হয়েছেন গ্রেনেড বিস্ফোরণে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭জন গ্রেফতার হওয়ার কথা নিশ্চিত করেছে ফরাসি কর্তৃপক্ষ। পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। ডিজেল নামের পুলিশের একটি প্রশিক্ষিত কুকুর মারা গেছে। গতকাল প্যারিসের স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা থেকে প্যারিসের শহরতলীর সেণ্ট ডেনিস এলাকায় প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী আব্দুল হামিদ আবু ওউদ একটি অ্যাপার্টমেন্টে লূকিয়ে আছে, এমন খবরের ভিত্তিতে অভিযান শুরু হয়। সাত ঘণ্টাব্যাপী চলে অভিযান। প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। IMG_20151118_234022