পুলিশ হেফাজতে মৃত্যু: আসামি ৬ পুলিশ বরখাস্ত

 

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় করা হত্যামামলার আসামি ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এসিদ্ধান্ত জানায়। মামলার আসামি আরেক আনসার সদস্যকে তার বাহিনীতে ফেরত পাঠানোহয়েছে।সিএমপির অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক)একেএম শহীদুর রহমান বলেন, গ্রেফতার দু পুলিশসদস্যসহ মোট ছয়জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্তদের মধ্যে দুজন গ্রেফতার আছেন। অন্য চারজনদামপাড়া পুলিশ লাইনে আছেন। আনসার সদস্যকে তার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- এসআই আমির হোসেন, এএসআইএনায়েত হোসেন, কনস্টেবল মিজানুর রহমান, মোসলেম ও খোকন মিয়া ও গাড়ি চালক আকবর।ফেরত পাঠানো আনসার সদস্য হলেন আনসার কনস্টেবল শাহীনুরআলম।বরখাস্তদের মধ্যে এসআই আমির হোসেন ও কনস্টেবল মোসলেমউদ্দিনকে গত সোমবার সন্ধ্যায় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।গত ২৫ জুন চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদের আদালতে ব্যবসায়ীরোকনুজ্জামান নিহতের ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী শিমু আক্তার বাদী হয়ে হত্যামামলাকরেন।ওই মামলায় সাত পুলিশসহ মোট ১০ জনকে আসামি করা হয়।