পুত্রহারা বাবার ক্ষোভ : বিচারে কী হবে বিচার চাই না

স্টাফ রিপোর্টার: ব্লগার অভিজিত রায়ের বইয়ের প্রকাশক জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনের হত্যার বিচার চান না তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ‘বিচার চাই না। বিচারে কী হবে। বিষয়টা রাজনৈতিক।’ হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই নিজের বেদনা ক্ষোভাকারে প্রকাশ করেন তিনি।
হত্যাকারীদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই না। কেননা বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক, সম্পূর্ণ সাংস্কৃতিক। বিচার চেয়ে কী হবে? একজনের ফাঁসি দিয়ে কী হবে? না দিলেই বা কী হবে? হয়তো নিয়ম অনুযায়ী আমাকে একটি মামলা করতে হবে। কিন্তু এর বিচার আমি চাই না। প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে যে ব্লগারদের হত্যা করা হয়, সে সব হত্যাকাণ্ডের সাথে এ হত্যার কোনো যোগসূত্র আছে কি-না এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এ অধ্যাপক আরো বলেন, সেগুলোর সাথে এটার সম্পর্ক কেউ কেউ বলতে পারেন। কিন্তু প্রমাণ ছাড়া তা বলা যায় না। মুক্তমনার ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিত রায়ের বিশ্বাসের ভাইরাস বইয়ের প্রকাশক ছিলেন দীপন।