পীরপুরকুল্লার সার্থক হত্যামামলা থেকে দুজনের নাম বাদ দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা পীরপুরকুল্লার সার্থক আলী হত্যামামলায় বাদীর আবেদনের প্রেক্ষিতে আইনগত সহায়তা প্রদানে সম্মত হয়েছে মানবতা সংস্থা। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, জমি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে বৃদ্ধ সার্থক আলীকে হত্যা করা হয়েছে। এ মামলার রুজুর সময়েই দুজনের নাম বা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চুয়াডাঙ্গার মানবতা সংস্থা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, সার্থক আলী হত্যা মামলাটি তার ছেলে বরক আলী দামুড়হুদা মডেল থানায় দায়ের করে। মামলায় একই গ্রামের রজব আলীর ছেলে নজরুল, মৃত আজ্জেল মোড়লের তিন ছেলে শহিদুল, ইস্রাফিল ও ইসলমাইল, আজিম, মৃত ভেদোর আলীর ছেলে ফকির আলীকে আসামি করা হয়। অথচ পুলিশ ইসমাইল ও ফকির আলীর নাম বাদ দেয়া হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আবেদনের প্রেক্ষিতে গত পরশু সরেজমিনে গেলে গ্রামের সাধারণ মানুষ ঘটনার বর্ণনা দেন। আবেদন গ্রহণ ও সরেজমিন পরিদর্শনে ছিলেন মানবতার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, সহসভাপতি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দীন হাবলু, নির্বাহী সদস্য অ্যাড. জিল্লুর রহমান জালাল প্রমুখ।