পিতার মৃত্যুর পর মায়ের বহু বিয়ের কারণে শ্বশুর-শাশুড়ির খোঁটা : আলমডাঙ্গার গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার গোয়ালবাড়ি গ্রামের গৃহবধূ সীমা খাতুন আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সকালে ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মায়ের বহু বিয়ের অপবাদ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেন বলে এলাকাসূত্রে জানা যায়। নিহত সীমা খাতুন গোয়ালবাড়ি গ্রামের মৃত রমজান আলীর মেয়ে এবং একই গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী।
গ্রামসূত্রে জানা যায়, কয়েক বছর আগে কিশোরী সীমা খাতুনের বিয়ে হয় মনোয়ার হোসেনের সাথে। কিন্তু সীমার পিতা মারা যাওয়ার পর মা সিপরা খাতুন তিন স্থানে বিয়ে করেন। একটি বিয়েও টেকেনি তার। গত সপ্তাহে সিপরা আবার বিয়ে করেছেন বলে সীমার কাছে খবর যায়। মায়ের বারবার বিয়ের বিষয়ে শ্বশুর-শাশুড়ির খোঁটা শুনতে হতো সীমাকে। এ নিয়ে সীমা খাতুন গতকাল রোববার সকাল ৯টার দিকে নিজ ঘরের আড়ায় ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠান। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।