পিতার কাছ থেকে আদালতের মাধ্যমে ছেলে ফেরত নিলেন মা রিনা

 

স্টাফ রিপোর্টার:যৌতুকের দাবিতেকেড়ে নিয়ে যাওয়া সন্তান ফিরে পেল মা রেক্সনাখাতুন রিনা। চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সহযোগিতায় আদালতে মামলা করলে গতকাল আদালত ১০ মাসের শিশু সন্তান সাঈদ আজমলরনোকে মায়ের কাছে ফিরিয়ে দেয়ার আদেশ দেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্রইউনিয়নের জাফরপুর পার হাউজপাড়ার মৃত রেজাউল হকের মেয়ে রেক্সনাখাতুন রিনার দু বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী শঙ্করচন্দ্র হাসপাতালপাড়ার জিয়াউর রহমান জিয়া যৌতুকেরদাবিতে রিনার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। যৌতুক দিতে না পারায় গত ২৬জানুয়ারি রিনাকে তালাক দেন জিয়া। পরে জিয়া গত ১ মেরেক্সনা খাতুন রিনাকে পুনরায় বিয়ে করে। পরে আবার যৌতুকের দাবিতে নিজের ছেলে সাঈদ আজমল রনোকে নিয়ে যান জিয়া।এ বিষয়ে গত ৫ জুলাই দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সরেজমিন পরিদর্শন করে রিনার সন্তান ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করেন। পরে লোকমোর্চার মাধ্যমে রিনা চুয়াডাঙ্গা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ২য় আদালতে সন্তান ফেরত চেয়ে মামলা করেন। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত সাঈদ আজমল রনোকে তার মা রিনার নিকট ফিরিয়ে দেয়ার আদেশ। এরপরই রিনা ফেরত পান রনোকে।