পাসপোর্ট নাগরিক অধিকার নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার

 

স্টাফ রিপোর্টার: ‘পাসপোর্ট নাগরিক অধিকার নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’  এই স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস নাগরিকদের নিরবছিন্নভাবে সেবা প্রদান করে চলেছে। গত ৯ জানুয়ারী চুয়াডাঙ্গায় উন্নয়ন মেলা-২০১৭ শুরু হয়। ৩ দিনব্যাপী এ মেলায় চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের স্ট্রলের মাধ্যমে ৩৭টি অনলাইন পাসপোর্ট আবেদন পূরণ করার পাশা-পাশি ৪ শতাধিক ব্যক্তিকে পাসপোর্ট সংক্রান্ত নিয়মাবলী অবগত করানো হয়েছে। ২৬ জানুয়ারি ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৫৫টি অনলাইন অবেদন পূরণ করার পাশা-পাশি ৫ শতাধিক নাগরিককে পাসপোর্ট সংক্রান্ত নিয়মাবলী অবহিত করানো হয়েছে। এছাড়া ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ পর থেকে এ পর্যন্ত ৫০৪টি আবেদন গ্রহণ, ৫৬২টি পাসপোর্ট প্রাপ্তি, ৫০৬টি পাসপোর্ট বিতরণ এবং ১৬ লাখ ৫৭ হাজার ৩শ’ ৫০ টাকার সরকারি রাজস্ব আদায় হয়েছে। যা অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেশি বলে জানান চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিকচালক এসএম সানী।