পারিবারিক কলহর জের ধরে ৩ সন্তানের জনকের বিষপানে আত্মহত্যা

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: পারিবারিক কলহর জের ধরে ৩ সন্তানের জনক বিষপানে আত্মহত্যা করেছেন। গত রোববার দিনগত রাত ২টার দিকে রাগ, ক্ষোভ ও অভিমানের বশবতী হয়ে তিনি বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জীবননগর স্ব্যাস্থ কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ প্রাথমিক সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিধিকু- গ্রামের সোনা মিয়ার ছেলে ৩ সন্তানের জনক আব্দুল জব্বার (৪৫) গত রোববার দিনগত রাত ২টার দিকে বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জীবননগর স্ব্যস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল জীবননগর থানার অফিসার ইনচার্জের নির্দেশ পেয়ে ইউডি মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই ওয়ালিয়ার রহমান লাশের প্রাথমিক সুরাতহাল রির্পোট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে। পরিবারের সদস্যরা ইউডি মামলায় দাবি করছেন। তিনি পেটের পীড়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেন। এ ব্যাপরে জীবননগর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।