পাবনায় চাচা-ভাতিজার সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

 

 

স্টাফ রিপোর্টার: পাবনারসাঁথিয়া উপজেলায় হাটের টোল আদায়কে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষে তিনজনগুলিবিদ্ধসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতরা হলেন- চাচা রঈজ উদ্দিন, রাজাও মহরম। আহত অন্যদের নাম জানা যায়নি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টারদিকে উপজেলার করমজা হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকেআশঙ্কাজনক অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় স্থানান্তরকরা হয়েছে।ঘটনার পর আবারো সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশও স্থানীয়সূত্রে জানা গেছে, সাঁথিয়া উপজেলার সীমান্তবর্তী ও বেড়ার সীমানাঘেঁষা ঐতিহ্যবাহী করমজা হাটের টোল আদায়কে কেন্দ্র করে চাচা রঈজ উদ্দিনেরসাথে ভাতিজা লিটনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইফতারের পর লিটন তার দলবলনিয়ে চাচা রইজের বাড়িতে হামলা চালায়।এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে প্রায় ৩/৪ রাউন্ড বন্দুকের গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানান।সংঘর্ষেরঈজ, রাজা, ও মহরম গুলিবিদ্ধ এবং রফিক, রবিন, ছালাম ও রনি গুরুতর আহতহয়েছেন।