পাট শিল্পের সহায়তায় ২০০ কোটি টাকার তহবিল গঠন

 

স্টাফ রিপোর্টার: পাটশিল্পে সহায়তায় ২শ কোটি টাকার ৫ বছর মেয়াদে পুনঃঅর্থায়ন তহবিল হতে ঋণসুবিধা গ্রহণের জন্য ১৬ টি তফসিলি ব্যাংক চুক্তি সম্পাদন করেছে বাংলাদেশব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানেবাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর বলেন,উৎপাদনশীল ও পরিবেশবান্ধব পাট খাতে বাংলাদেশ ব্যাংক এ অর্থায়ন করলো।এ তহবিলের আওতায়বাংলাদেশ ব্যাংক হতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো ৫ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন ঋণসুবিধা গ্রহণ করতে পারবে। এছাড়া রপ্তানি খাতে সংশ্লিষ্ট সকল পাটকল,রপ্তানিকারক ও পাট ব্যবসায়ীরা সংশ্লিষ্ট ব্যাংক হতে সর্বোচ্চ ৯ শতাংশ ঋণগ্রহণ করতে পারবেন। সরকারি পাটকলগুলোর জন্য তহবিলের ৪০ শতাংশ,বেসরকারিপাটকলগুলোর জন্য ৪০ শতাংশ এবং রপ্তানিকারক ও পাট ব্যবসায়ীদের জন্য ২০ শতাংশনির্ধারণ করা হয়েছে।