পাখির জন্য অভয়াশ্রম গড়ি পরিবেশ রক্ষা করি

 

পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ‘পাখির জন্য অভয়াশ্রম গড়ি, পরিবেশ রক্ষা করি’ এ স্লোগানকে সামনে রেখে পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ  রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহান, সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খানসহ অন্যান্যরা। সে সময় বক্তারা, পরিবেশ রক্ষায় পাখি সংরক্ষণের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে বিভিন্ন স্থানে পাখির অভয়াশ্রম গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।