পাকিস্তানে পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা : ৯ জন নিহত

মাথাভাঙ্গা মনিটর: জঙ্গিদের সাথে লড়াইয়ে নিহত পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তার বাড়িতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন ৯ জন। হামলার সময় বেশ কয়েকটি হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণও ঘটানো হয়েছে। পুলিশ জানায়, গতকাল বুধবার ভোরে উত্তরপশ্চিমাঞ্চলের নগর পেশোয়ারে এ হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সরকার ও দেশটির তালেবান জঙ্গিদের মধ্যে শান্তি আলোচনা চলাকালে এই হামলার ঘটনা ঘটলো। রাজধানী ইসলামাবাদে উভয়পক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। আলোচনা চলাকালে উভয়পক্ষই খুব সম্ভবত আক্রমণ চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলো। যদিও তাদের মধ্যে হামলা বন্ধের আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। মধ্যম পর্যায়ের ওই পুলিশ পরিদর্শকের বাড়িতে কেন হামলা চালানো হলো তা এখনো পরিষ্কার নয়। রোববার জঙ্গিদের সাথে বন্দুকযুদ্ধে ওই পুলিশ কর্মকর্তা মারা গেছেন। গতকাল বুধবার ভোরে প্রায় একডজন লোক বাড়িটির দেয়ালে গ্রেনেড হামলা চালায়। এরপর তারা দেয়াল বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। পেশোয়ারের পুলিশ প্রধান ইজাজ খান মোহাম্মদ বলেন, বাড়ির ভেতরে ঢোকার পর তারা একে-৪৭ রাইফেল দিয়ে বাড়ির সব পুরুষকে হত্যা করে। তবে বাড়ির নারী ও শিশুদের কোনো ক্ষতি করা হয়নি।