পাকিস্তানের খাইবারে বোমা বিস্ফোরণ : নিহত ১০

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার আদিবাসী এলাকার তিরাহ উপত্যাকায় একটি বাড়িতে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন শিশু। পাকিস্তান সেনাবাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিলো এ এলাকায়। নিহতদের মধ্যে জঙ্গিরাও আছে বলে জানানো হয়েছে কয়েকটি প্রতিবেদনে। তবে যে বাড়িতে হামলা হয়েছে সেটি কোনো আদিবাসী নেতা নাকি জঙ্গি গোষ্ঠীর কোনো সদস্যের বাড়ি তা ষ্পষ্ট জানা যায়নি। মা হামলার ঘটনাটি এখনো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরক তৈরির সময় বিস্ফোরণ ঘটে। কিন্তু এ খবরটি নিশ্চিত হওয়া যায়নি। ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা নাসির খান বলেন, প্রাথমিক তথ্যে দেখা গেছে, বিস্ফোরকের বিস্ফোরণ ঘটে অন্তত ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে তিনজন শিশু। আহত হয়েছে আরো ৯ জন। এক আদিবাসী নেতার বাড়ির প্রবেশপথে বিস্ফোরণ ঘটে বলে জানান তিনি।