পাউয়ার টিলার দুর্ঘটনা : গরম পানিতে ঝলসে গেছে চালক আলিম

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাটে গরু আনাকালে মহেশপুর উপজেলার ভৈরবা নামক স্থানে পাউয়ার টিলার উল্টে গরম পানিতে ঝলছে গেছে চালক। আহত আলীমকে (৩০) উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালসূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বালিনগর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে আলিম গত বৃহস্পতিবার পাউয়ার টিলার করে শিয়ালমারী পশুহাটে গরু নিয়ে যাচ্ছিলেন। তার পাউয়ার টিলারটি ভৈরবা বাজারের সন্নিকটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পাউয়ার টিলারের ইঞ্জিন তার শরীরের ওপর পড়লে ইঞ্জিনের গরম পানিতে তার শরীরের ৬০ ভাগ ঝলসে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।