পাঁচ ডেভেলপার কোম্পানির সদস্যপদ বাতিল করেছে রিহ্যাব

স্টাফ রিপোর্টার: পাঁচটি ডেভেলপার কোম্পানির সদস্যপদ বাতিল করেছে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। প্লট ও ফ্ল্যাট ক্রেতা এবং ভূমির মালিকদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রিহ্যাব এ সিদ্ধান্ত নেয়। গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত রিহ্যাবের কার্যনির্বাহী পরিষদের ২১তম সভায় সর্বসম্মত এই সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল মঙ্গলবার রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। সদস্যপদ বাতিল হওয়া কোম্পানিগুলো হলো গ্রিন ডেল্টা হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, আরএসএ রিয়েল অ্যাস্টেট প্রাইভেট লিমিটেড, জনতা ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিস লিমিটেড, ইন্টিমেট হোম বিল্ডার্স লিমিটেড ও স্টাইল রিয়েল অ্যাস্টেট লিমিটেড। রিহ্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সদস্যপদ খারিজ হওয়ায় এ পাঁচটি কোম্পানি রিহ্যাব সদস্যপদ সংবলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শন কিংবা ব্যবহার করতে পারবে না। একই সাথে এর ফলে দেশে-বিদেশে রিহ্যাবের বিভিন্ন মেলায় অংশগ্রহণ; সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, পরিদপ্তর ও সংস্থায় রিহ্যাব সদস্য পরিচয়ে সুযোগ সুবিধা আদায়; রিহ্যাবের সুনাম ও সুখ্যাতি ব্যবহারে প্লট-ফ্ল্যাট, বাণিজ্যিক স্পেস বিক্রি; বিভিন্ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ; রিহ্যাব নির্বাচনে ভোটার হওয়া; নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা; রিহ্যাবের বার্ষিক সাধারণ সভাসহ যেকোনো সভায় অংশগ্রহণসহ সব ধরনের অধিকার ও সুযোগ রহিত করা হয়।