পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আত্মবিশ্বাসের আয়োজন= মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গায় অতিদরিদ্র সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আত্মবিশ্বাসের আয়োজনে গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের পরিচয়পর্ব, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। আত্মবিশ্বাসের নির্বাহী পরিষদের সভাপতি সাহেবজাদা হক ডেভিডের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আত্মবিশ্বাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে। এ সময় উপস্থিত ছিলেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিষদের সভাপতি হুমায়ুন কবীর মালিক এবং নির্বাহী সদস্য আফরোজা বেগম ও নাজমা শাহীনসহ আরো অনেকে। স্বাগত বক্তব্য রাখেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, কাউকে অর্থ দিয়ে সাহায্য করাটাই বড় কথা না। তাকে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলাটাই তার জন্য সামনে এগিয়ে যাওয়ার বড় ভূমিকা রাখবে। আমাদেরকে বিনয়ী হতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বক্তব্য শেষে ৯ দরিদ্র সদস্যদের মেধাবী ছাত্র-ছাত্রীর প্রত্যেককে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ হাসান হালিম।