পরীক্ষার্থীদের স্বার্থ অগ্রাধিকার দিয়ে সময়সূচি : শিক্ষামন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ওএইচএসসি পরীক্ষা বিরতিহীনভাবে নেয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। শিক্ষার্থীদেরস্বার্থ বিবেচনায় রেখেই সময়সূচি করা হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) প্রশিক্ষণার্থী শিক্ষকদের সাথে এক সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
নুরুলইসলাম নাহিদ বলেন, ‘বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের মতো দিনে দুপত্রের পরীক্ষা দিতে অভ্যস্ত নয়, তারা মাঝে মাঝে বিরতি দিয়ে পরীক্ষা দিতেঅভ্যস্ত। সময়সূচি করার সময় এটি বিবেচনা করেই সিদ্ধান্ত নেব।’ তিনি পরীক্ষারসময়সূচি বিষয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পড়ালেখায় মনোযোগীহওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।নায়েমের মহাপরিচালক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।কয়েকদিন আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিকসার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্তকমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।সেখানে শিক্ষামন্ত্রী তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বলেছিলেন, ভবিষ্যতেপাবলিক পরীক্ষার সময়সূচিতে ছুটির দিন ছাড়া কোনো বিরতি রাখা হবে না। তদন্তকমিটিও প্রশ্নপত্র ফাঁস রোধে যেসব সুপারিশ করেছিলো তার মধ্যে রয়েছে দীর্ঘসময়সূচির নিয়ম পুনর্নির্ধারণ করে সম্ভব হলে এক দিনে দু পরীক্ষা নেয়াঅথবা প্রতিদিন একটি করে বিরতিহীনভাবে পরীক্ষা নেয়া। এ নিয়ে শিক্ষার্থী ওঅভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।