পরিবহন ধর্মঘটে ভোগান্তি রাজধানীবাসী

স্টাফ রিপোর্টার: পরিবহন ব্যবসায়ী খুন হওয়ার প্রতিবাদে মালিক সমিতির পালিত ধর্মঘটে সকাল থেকে রাজধানীবাসীকে পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। তবে এ ধর্মঘট সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকার কথা থাকলেও তা কিছুটা শিথিল করে দুপুর ১২টা পর্যন্ত পালন করার সিদ্ধান্ত নেয় পরিবহন মালিক সমিতি। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার কথা বিবেচনা করে মালিক পক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। রাজধানীর মতিঝিলে সমবায় ব্যাংক ভবনে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা ও পরিবহন ব্যবসায়ী খায়রুল আলম মোল্লাকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। তার পরিবারের অভিযোগ, সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালের টোল নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়।