পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইসালামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার সকাল সাড়ে ৯টায় ফাউন্ডেশনের জেলা কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম শোভাযাত্রার নেতৃত্ব দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন- মো. আব্দুস সামাদ, মাও. এবাদত হোছাইন প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক বর্ণাঢ্য ৱ্যালি বের হয়। ৱ্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে উপজেলা জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা জামে মসজিদের ঈমাম আ. গফুর, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম নুরুন্নবী প্রমূখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান।

জীবননগর ব্যুরো জানিয়েছেন, জীবননগর উপজেলা জুড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার প্রতিটি মসজিদ ও মাদরাসায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) জীবনী নিয়ে আলোচনা করা হয়। শেষে মিলাদ-মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ইসলামী ফাউন্ডেশনের জীবননগর ফিল্ড অফিসার আব্দুল হাকিমের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মেহেরপুর গাংনীতে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল দশটার দিকে গাংনী দারুচ্ছুন্নাত মোখতারীয়া হাফেজিয়া মাদরাসার উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণ থেকে ৱ্যালি শুরু হয়। ৱ্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী (স.) এর জীবনী নিয়ে আলোকপাত করেন বক্তারা। উপস্থিত ছিলেন গাংনী দারুচ্ছুন্নাত মোখতারীয়া হাফেজিয়া মাদরাসার সুপার হাফেজ মাওলানা নাজমুল হক, সহকারী সুপার মাওলানা রুহুল আমিনসহ শিক্ষক ও ছাত্রবৃন্দ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছে, মুজিবনগরে ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৩৬ হিজরি দিবস পালন করেছে মেহেরপুরের মুজিবনগর ইসলামিক ফাউন্ডেশন। এ উপলক্ষে গত রোববার সাড়ে ১১টার দিকে মুজিবনগর ইসলামিক ফাউন্ডেশন চত্বর থেকে বিভিন্ন অফিসের কর্মকর্ত ও কর্মচারী অংশগ্রহণে একটি ৱ্যালি বের হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ৱ্যালিটির নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন অফিসার আমানউল্লাহ।